বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ইলিয়াস আলী আর নেই
- আপডেট সময় : ১১:৫২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩ ১৪৯ বার পড়া হয়েছে
বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ইলিয়াছ আহমেদ আর নেই। ” ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন “।
বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক এবং রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, সাবেক ভিপি রংপুর সরকারি কলেজ ছাত্র সংসদ, ১৯৭১ সালে রংপুরে ২৩ মার্চ প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী ছিলেন।
আওয়ামী লীগ নেতা এডভোকেট ইলিয়াস আহমেদ এর মৃত্যুতে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা আওয়ামী লীগের শোক জানিয়েছেন।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা আওয়ামী লীগ সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ শাহজাদা আরমান, মোঃ সোহেল রানা ইমন দপ্তর সম্পাদক রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা আওয়ামী লীগ। রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ইলিয়াস আহমেদ
এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা আওয়ামী লীগের এক যৌথ শোক বিবৃতিতে মরহুম এডভোকেট ইলিয়াস আহমেদ এর আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ইলিয়াস আহমেদ রংপুর সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। তিনি স্ত্রী ও সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর ২য় নামাজের জানাযা আজ (২৯ জানুয়ারি) বেলা ১২ টায় রংপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হবে এবং বাদ জোহর ৩য় জানাজা শেষে মুন্সি পাড়া কোবরা স্থানে দাফন কার্য সু সম্পূর্ণ হবে।