বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজস্থলীতে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ
- আপডেট সময় : ১১:০৬:১০ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩ ১০৭ বার পড়া হয়েছে
“প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে” এই স্লোগানে রাজস্থলী উপজেলা প্রশাসন ও কারিতাস সিপিপি পিএইপি প্রকল্পকে উদ্যোগে রবিবার (৫ জুন) সকালে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্টিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস ২০২৩। দিবসটি উপলক্ষে রাজস্থলী উপজেলা চত্বর থেকে এক র্যালি বের হয়। র্যালিটি উপজেলার উত্তর দক্ষিণ দিক প্রদিক্ষণ করে উপজেলা হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শান্তনু কুমার দাসের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, ওসি জাকির হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল খায়ের, ,কারিতাস সিপিপি পিএইপি প্রকল্পকে মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা প্রমুখ।এসময় জনপ্রতিনিধি এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশকে দূষণ মুক্ত রাখতে বৃক্ষের প্রতি সহানুভূতিশীল হতে হবে। বিশেষ করে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে হবে। এছাড়া যারা পরিবেশ দুষণ করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করতে হবে। আলোচনা সভা শেষে কারিতাস সিপিপি পিএইপি প্রকল্পকে উদ্যোগে ৫০টি কৃষক পরিবারের মাঝে বিনামূল্যে চারা বিতরণ করা হয়েছে।