বিদায় নিলেন উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন
- আপডেট সময় : ১১:০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ১৮৪ বার পড়া হয়েছে
মোঃ এ কে নোমান, বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে উপজেলা শিক্ষা অফিসার মো. আজমল হোসেনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
ধামইরহাট উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে ও শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ বদিউজ্জামান বকুলের সভাপতিত্বে উপজেলা শিক্ষা অফিসার মো. আজমল হোসেনকে বিদায় সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।
প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান কবিরের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার ও ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার রিতা রানী, উপজেলা শিক্ষা অফিসার গোলাম রাব্বানী, আপেল মাহমুদ, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নওগাঁ জেলা কমিটির সভাপতি মো. আবুল কালাম আজাদ, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সবুজ, মাহমুদুল হাসান রঞ্জু, সালেহ আহমেদ, সহকারী শিক্ষক আবু মুছা প্রমুখ। এ সময় উপজেলার সকল প্রাথমিক শিক্ষক উপস্থিত ছিলেন।