র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গত ২০/০২/২০২৩ খ্রিঃ তারিখ ১৭.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বালুখালী এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত আসামী মোঃ ফরিদুল আলম প্রঃ ফরিদ (৪০), পিতা-মৃত সৈয়দ মোস্তফা, মাতা- দিলদার বেগম, সাং-বালুখালী, ইউপি-পালংখালী, ০১ নং ওয়ার্ড, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারকে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ যে, গ্রেফতারকৃত আসামী ফরিদ এর বিরুদ্ধে কক্সবাজার জেলার ০১। উখিয়া থানার মামলা নং- ২৮/১৩৯০, তাং-০৭/১১/২০২২ইং, ২০১৮ সালের পেনাল কোডের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারনি ১০(গ)/৪১ ধারা, ২। টেকনাফ থানার মামলা নং-৫৬/১০২০, তাং-২২/১১/২২ইং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১০(গ)/৪১ ৩৬ (১) এর সারণির ৩৬ (১) ধারা, ৩। উখিয়া থানার মামলা নং-৬৩/৫২৫, তাং-২৭/১০/২০ইং ১৮৬০ সনের পেনাল কোড এর ১৪৩/৩৪১/৩২৩/৩২৫//৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ ধারা, ৪। উখিয়া থানার মামলা নং-৫৯/৫২১, তাং-২৪/১০/২০ইং ১৮৬০ সনের পেনাল কোড এর ১৪৩/৩৪১/৩২৩/৩২৫//৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ ধারা মোতাবেক মামলা রয়েছে। উপরোল্লিখিত মামলায় গ্রেফতারকৃত আসামীর পিসিপিআর যাচাইক্রমে নিম্নোক্ত মামলাসমূহ পাওয়া যায় যদিবা বর্ণিত মামলায় উক্ত আসামী জামিনে রয়েছে।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কোর্ট পুলিশ পরিদর্শক, কক্সবাজারে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক : মোঃ মোত্তালিব সরকার। যখন সময় লিমিটেডের পক্ষে প্রকাশক মাহের আহমেদ কর্তৃক ধুনট মোড়, শেরপুর, বগুড়া থেকে প্রকাশিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ: ধুনট মোড়, শেরপুর-৫৮৪০, শেরপুর, বগুড়া । বিজ্ঞাপন ফোন: ০৯৬৯৭-৫৪৪৮২৭, ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com
Copyright © 2024 দৈনিক যখন সময়. All rights reserved.