সংবাদ শিরোনাম ::
বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন
জিহাদ হোসেন নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
- আপডেট সময় : ১১:০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ ৩২১ বার পড়া হয়েছে
বাংলা নববর্ষের দেশ ও দেশের বাইরে সকল কে বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক খবর প্রতিদিনের স্টাফ রিপোর্টার জিহাদ হোসেন। এক বার্তায় তিনি বলেন
বাংলা নববর্ষ বাঙালি জাতির জন্য অত্যন্ত আনন্দের একটা দিন। বাংলাদেশসহ ভারতের পশ্চিমবঙ্গে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ পালিত হয়ে থাকে। বাংলা নববর্ষ বাংলা ভাষার প্রথম দিনটিকে বলা হয়ে থাকে। বাংলা সাল কে বরণ করে নেওয়ার জন্য এই উৎসবটি পুরো বাংলাদেশে ব্যাপক আনন্দের সহিত পালন করা হয়। বাংলা নববর্ষের প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগকে মঙ্গল শোভাযাত্রা আয়োজন করা হয়। এছাড়াও বাংলা নববর্ষকে ঘিরে রমনার বটমূলে দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি পালন করা হয়। সাংস্কৃতিক কর্মসূচির আওতায় নাচ গান এবং কবিতা আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে।