সংবাদ শিরোনাম :
বাংলার মিলনমেলা ২০২৫ এ যোগ দিতে নিবন্ধন করলেন অধ্যাপক নার্গিস বেগম।
মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৯:৫৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার
সরকারি মাইকেল মধুসূদন কলেজ, বাংলা বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী জ্যেষ্ঠজন অধ্যাপক নার্গিস বেগম ‘বাংলার মিলনমেলা ২০২৫’ আয়োজনে যোগ দেওয়ার জন্যে নিবন্ধন করেছেন। বাংলা বিভাগ প্রাক্তন শিক্ষার্থী সমিতির আহবায়ক কমিটির সদস্যরা আজ মঙ্গলবার সন্ধ্যায় নার্গিস আপার বাড়িতে গিয়ে সাক্ষাৎ করে মিলনমেলা বিষয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্যে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। এ সময় বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী অধ্যাপক নার্গিস বেগম যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সদস্য মনোনীত হওয়ায় কমিটির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।