বনের গেজেটভুক্ত জায়গায় খামার নির্মাণ, বনবিভাগ বলছে মানছেনা বাঁধা।
- আপডেট সময় : ০৮:০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩ ৯৪ বার পড়া হয়েছে
মোঃ আল আামিন গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলা রেঞ্জ এর আওতাধীন কাওরাইদ বিটের বিধায় আবদার এলাকায় বনবিভাগের জায়গায় নতুন একটি গবাদিপশু পালন করার বিশাল খামার নির্মাণের কাজ চলছে, বন বিভাগের কর্মকর্তারা নির্মাণ কাজে বাঁধা দিয়ে আশার পরও কাজ চলমান পাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মৃত রুস্তম আলীর ছেলে আতাউর রহমান আতা গংরা এই গবাদিপশুর খামারের নির্মাণ কাজ করছেন। তিনি বলেন আমরা আমাদের জায়গায় ঘর নির্মাণ করছি,আমাদের সকল জমির কাগজপত্র ঠিক আছে, তবে আমাদের কিছু জায়গায় গেজেট থাকায় বনবিভাগের লোকজন এসেছিলো, তারা কাগজপত্র নিয়ে যেতে বলেছে।
স্থানীয় বিধায় আবদার গ্রামের একজন বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি জানান এখানে ২৬০৯ দাগে বনের গেজেট রয়েছে, যার জন্য কিছু দিন ধরে বলদীঘাট বিট সহ শ্রীপুর রেঞ্জ এর লোকজন এখানে এসেছে, শুনছি তারা বাঁধা দিয়ে গেছে কিন্তু এখান থেকে তারা চলে যাওয়ার পরপরই আবারও কাজ চলমান হয়ে পরে।
এ বিষয়ে কাওরাইদ বিটের অফিসার বনি শাহাদাত হোসেন বলেন ২৬০৯ দাগে আমাদের বনের গেজেট রয়েছে, আমরা কয়েকবার তাদের কাজে বাঁধা দিয়ে আসছি, তারপরও যদি কাজ করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শ্রীপুর রেঞ্জ এর কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন আমরা ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজে বাঁধা দিয়ে আসছি, তারপর যদি কাজ করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।