বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়নশীপ অর্জন ঘিলাছড়ি একাদশ
- আপডেট সময় : ০৫:১৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩ ৭৮ বার পড়া হয়েছে
রাঙামাটি রাজস্থলীতে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় প্রতিদ্বন্ধী উপজেলা পরিষদ একাদশ ৫-৪গোলে উপজেলা পরিষদ একাদশ কে পরাজিত করে শিরোপা জিতেছে রাজস্থলী ঘিলাছড়ি ইউপি একাদশ। তৃনমুল পর্যায়ে খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে এই টুর্নামেন্টে ৪টি দল অংশগ্রহণ করে।
মঙ্গলবার (১৩জুন) বিকেলের দিকে রাজস্থলী বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, ও ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা। ম্যাচের শুরু থেকে একাধিকবার সুযোগ পেলেও গোলের দেখা পায়নি উভয় দল।
খেলা অমিমাংসিত হওয়ায় ট্রাইবেকারের মধ্যে ঘিলাছড়ি একাদশ ৫- ৪ গোলে উপজেলা পরিষদ একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়নশীপ অর্জন করেন।
এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাজেরুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা আবদু সাত্তার সাংবাদিক আজগর আলী খান, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, উদয় মেম্বার, জয়নুল তালুকদার সেম্বার ছাড়াও প্রশাসনের কর্মকর্তা ও নির্বাচিত জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ বলেন, টুর্নামেন্টে ক্রীড়া চর্চা উদ্বুদ্ধ হয়ে মাদকাশক্ত ও অসামাজিক কার্যকলাপ থেকে যুব সমাজকে দুরে রাখতে সাহায্য করে। এছাড়াও এ টুর্নামেন্টের মাধ্যমে এ অঞ্চলের খেলোয়াররা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখবে।
কিশোর-কিশোরীদের খেলাধুলায় মনযোগী হওয়ার
এ টুর্নামেন্টের মাধ্যমে তৃনমুল পর্যায়ের খেলোয়াড়রা নিজেদের যোগ্যতা প্রমানের সুযোগ পাবে।
টুর্নামেন্টের ফাইনাল খেলা পরিচালনা করেন উজ্জল শীল । তাকে সহযোগিতা করেন উত্তরণ তনচংগ্যা ও নিয়মং মারমা।
এর আগে ৯ জুন টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজস্থলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা।
রাজস্থলী উপজেলার অসংখ্য ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।