বগুড়া শেরপুর থানা পুলিশের সহযোগীতায় হারিয়ে যাওয়া ব্যাগ ও টাকা উদ্ধার
- আপডেট সময় : ০৯:২৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩ ১৫৬ বার পড়া হয়েছে
বগুড়া শেরপুর থানা পুলিশের সহযোগীতায় হারিয়ে যাওয়া ব্যাগ ও টাকা উদ্ধার। ০৬/০৫/২০২৩ তারিখ, রোজ: শনিবার, বিকাল ০৪: ৩০ ঘটিকার সময় টিএম ফাত্তাহ আমিন, পিতা: মোঃ রুহুল আমিন হওলাদার, গ্রাম: মুসলিম নগর, থানা: ঠাকুরগাঁও, জেলা: ঠাকুরগাঁও, ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকার একটি ব্যাগ নিয়ে সিরাজগঞ্জ, কাজীপুর থেকে শেরপুর আসেন এবং ব্যাগটি রেখে টিকিট কাটার জন্য কাউন্টারে প্রবেশ করেন। ফিরে এসে দেখেন ব্যাগ নাই। ব্যাগটি আব্দুল মান্নান আর,কে কাউন্টারে ব্যাগটি পেয়ে রেখে দেন এবং ব্যাগের মালিকের সন্ধান করেন। টিএম ফাত্তাহ আমিন শেরপুর থানায় উপস্থিত হয়ে অভিযোগ দিলে শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহার নির্দেশে এস.আই সাইফ হাসান তৎক্ষনাত খোজ-খবর নিয়ে জানতে পারেন। ব্যাগ এবং টাকা আর.কে কাউন্টার এর আব্দুল মান্নান এর নিকট জমা আছে। টাকাটি উদ্ধার করে তৎক্ষনাত টাকার মালিককে টাকা ও ব্যাগ বুঝিয়ে দেন। উক্ত ঘটনায় আর.কে কাউন্টারের আব্দুল মান্নাকে শেরপুর থানা পুলিশ এবং কাউন্টার মালিক সমিতির সভাপতি/সাধারণ সম্পাদক ধন্যবাদ জানায়।