বগুড়া শেরপুরে পূর্ব শত্রুতার জের ধরে খড়ের পালা’য় আগুন থানায় অভিযোগ।
- আপডেট সময় : ০৬:৫১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩ ২১৬ বার পড়া হয়েছে
অভিযোগ সূত্রে জানা যায় মোঃ আতিকুর রহমান, পিতা: মৃত এলাহী প্রামানিক, সাং- কানাইকান্দর পশ্চিমপাড়া, উপজেলা: শেরপুর, জেলা: বগুড়া তিনি এলাকায় সুনামের সাথে বসবাস করে আসিতেছেন। তিনি অভিযোগ করেন যে, এলাকার ১। মোঃ সবুজ, পিতা: মোকলেছার রহমান, ২। মোঃ সাজু মিয়া, পিতা: মোঃ শহীদ আলী ও ৩। আব্দুল লতিফ, পিতা: আব্দুল জলিল এদের বাড়ী একই এলাকায়। এদের সাথে তার পূর্ব শত্রুতা রহিয়াছে। তারই ধারাবাহিকতায় গত ০৯/০৫/২০২৩ তারিখ অনুমান রাত্রী ০৯:৩০ ঘটিকার সময় আতিকুর রহমানের বড় ভাই সোলায়মান এর বাসায় মেয়েলী ঘটনায় স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিদের নিয়ে শালিশ বৈঠক চলছিল এবং বিবাদীগণ শালিশ বৈঠকে উপস্থিত হইয়া অকথ্য ভাষায় গালি গালাজ করিতে থাকে এবং শাসাইতে থাকে। তাদের ঘটনাস্থল থেকে সড়ে যেতে বললে তৎক্ষনাত আতিকুল এর বাড়ী হইতে বাহির হইয়া গিয়া সবুজ ও তার লোকজন ক্ষিপ্ত হইয়া বাড়ীর আঙ্গিনায় ১২ বিঘা জমির খড় আগুন লাগিয়ে দেয় এবং ঘটনাস্থান ত্যাগ করেন। আগুন লাগার ফলে আতিকুলের ১২ বিঘা জমির খড় ৪৮ হাজার টাকা ও ৩০ মন ধান যাহার মূল্য ৩৬০০০ টাকা সহ সর্বমোট ৮৪,০০০/- (চুরাশি হাজার) টাকার ক্ষতি সাধন করেন। উক্ত ঘটনা এলাকার স্বাক্ষীগনের সামনে হয়। এব্যাপারে সরেজিমেন এলাকায় গেলে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া যায়। এব্যাপারে মোঃ সবুজ এর সঙ্গে মুঠোফোনে কথা বললে তিনি জানায় আগুন লাগার ঘটনা আমি শুনেছি, তবে ঘটনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহার সঙ্গে কথা বললে তিনি জানায় অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।