বগুড়া শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ভেড়া সহ বিভিন্ন উপকরণ বিতরণ ।
- আপডেট সময় : ০৬:৩৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩ ৭১ বার পড়া হয়েছে
বগুড়ার শেরপুর উপজেলায় সমতল ভূমিতে গড়ে ওঠা বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আর্থ- সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে বিনামূল্যে ভেড়া, গৃহ নির্মাণ উপকরণ ও খাদ্য বিতরণ করা হয়।
রবিবার ১১ জুন ২০২৩ ইং সকাল ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ মুক্তমঞ্চে এ আলোচনা সভা ও বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-ধুনটের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. সাজেদুল ইসলাম, সাহা, প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু রায়হান, এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী ও শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবু কুমার সাহা।
আলোচনা শেষে ২৯২ টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে দুইটি করে ভেড়া, চারটি সিমেন্টের খুটি, পাঁচটি রাবার ম্যাট, দুইটি ঢেউ টিন ও সাতাশ কেজি করে দানাদার খাবার বিনামূল্যে সরবরাহ করা হয়। এছাড়াও আগামী একবছর এই সকল ভেড়ার জন্য খাদ্য, ঔষুধ ও চিকিৎসা বিনামূল্যে প্রদান করা হবে।