বগুড়া শাহজাহানপুর উপজেলার চেয়ারম্যান নুরুজ্জামান দুইটি আগ্নেয় অস্ত্রসহ গ্রেফতার।
- আপডেট সময় : ০৭:২০:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪ ১২৩ বার পড়া হয়েছে
শাজাহানপুর উপজেলা প্রতিনিধিঃ বগুড়া শাহজাহানপুর উপজেলার চেয়ারম্যান নুরুজ্জামান দুইটি আগ্নেয় অস্ত্রসহ গ্রেফতার।
বগুড়া শাহজাহানপুর উপজেলার মাঝিরা ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান ও সহযোগীরা অস্ত্রসহ গ্রাফতার করেছে থানা পুলিশ। উপজেলার আড়িয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিঠনকে অস্ত্রসহ আটক করলে, উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান ও তার দলবল মিঠুনকে থানায় থেকে ছাড়ানোর জন্য থানা পুলিশের উপর চওড়া হয়,
এতে পুলিশ থামানোর চেষ্টা করলে নুরুজ্জামান ও তার সন্ত্রাসী দল বল থানার ভেতর কর্তব্যরত পুলিশের উপর অতর্কিত হামলা চালায়ে মিঠুনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে । সন্ত্রাসীদের এই হামলায় বেশ কয়েকজন দায়িত্ব রত পুলিশ গুরুতর আহত হয়।
থানার ভেতর পুলিশের উপর হামলায় শাজাহানপুর থানা পুলিশ এবং ডিবি পুলিশের যৌথ প্রচেষ্টায় চেয়ারম্যান নুরুজ্জামানসহ তার সহযোগীদের ছয় সাতজনেক গ্রেফতার করতে সক্ষম হয়। অপরাধীদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নাজমুল হাসানের বাগানবাড়ি থেকে তিন বোতল ফেন্সিডিল ও একটি আগ্নেয় অস্ত্র উদ্ধার করে এবং মাঝিরা ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামানের বাসা তল্লাশি করে ছয় রাউন্ড গুলি সহ একটি আগ্নেয় অস্ত্র উদ্ধার করে ।