বগুড়ার শেরপুরে ফিলিস্তিনিদের জন্য মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ।
- আপডেট সময় : ০৬:৩২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ ৪৯ বার পড়া হয়েছে
শেরপুর (বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া শেরপুর ২০ শে অক্টোবর ২০২৩ রোজ শুক্রবার বিভিন্ন মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত করা হয়েছে।
বর্তমান ফিলিস্তিনে, দখলদার ইসরাইলের সাম্প্রতিক বর্বরোচিত হামলায় নিহতদের রুহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদে রাষ্ট্রীয় নির্দেশনায় এই বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
জুম্মার নামাজের পর বিভিন্ন মসজিদের মুসল্লিরা দোয়া ও মোনাজাতের সময় আবেগ আপ্রূত হয়ে কেঁদে কেঁদে নির্যাতিত মুসলিম ফিলিস্তিনিদের অধিকার আদায়ের জন্য এবং নিহত ফিলিস্তিনিদের রুহের মাগফিরাতের জন্য ও আহত ফিলিস্তিনিদের সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত করেন।
এ সময় মুসল্লিরা ফিলিস্তিনিদের উপর ইসরাইলের বর্বরোচিত হামলা ও নির্যাতনের জন্য আল্লাহর নিকট বিচার চেয়ে ফরিয়াদ করেন।
আর এই ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশের মন্ত্রিপরিষদ বিভাগ ২১ অক্টোবর ২০২৩ রোজ শনিবার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুর ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে। গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ এ প্রজ্ঞাপন জারি করে