বগুড়ার শেরপুরের প্রতি বছরেই কলার বাগান নষ্ট করে দুর্বৃত্তরা: নির্বিকার কৃষক
- আপডেট সময় : ০৪:৪৬:১৬ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩ ১৪৬ বার পড়া হয়েছে
বগুড়া শেরপুরের খামারকান্দি ইউনিয়নের পারভবানিপুর গ্রামের মোঃ শহিদুল ইসলাম এর ২৫ শতক জমিতে আবাদ করা প্রায় ৭৫০টি সাগর কলার গাছের মধ্যে ১৫০/২০০ গাছ নষ্ট করে দুর্বৃত্তরা।
মোঃ শহিদুল ইসলাম জানান, গত ইং-২৯/০৬/২০২৩ তারিখ বিকাল অনুমান ০৬.০০ ঘটিকার সময় কলার গাছ গুলো দেখে আসি। এমতবস্থায় ইং-৩০/০৬/২০২৩ তারিখ সকাল অনুমানিক ০৭.০০ ঘটিকার সময় আমি আমার কলার বাগানে গিয়া দেখি প্রায় ১৫০/২০০ টি কলার ক্যান কাটা মাটিতে পড়ে আছে এবং কিছু ক্যান গাছের সাথে ঝুলিতেছে। অতঃপর ইং-২৯/০৬/২০২৩ তারিখ রাত্রী অনুমান ০৯.০০ ঘটিকা হইতে ইং-৩০/০৬/২০২৩ তারিখ সকাল অনুমান ০৭.০০ ঘটিকার মধ্যে অজ্ঞাতনামা কেবা কাহারা আমার জমির মধ্যে প্রবেশ করিয়া ১৫০/২০০ টি কলার ক্যান কাটিয়া প্রায় ২,২৫,০০০/- টাকা ক্ষতি সাধন করে।
কৃষক শাহিদুল আরো জানান, প্রতি বছর এমন করলে কীভাবে বেচে থাকবো আমরা? তাই পরিবারের লোকজনদের সহিত আলোচনা করিয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করি।
এ বিষয়ে শেরপুর থানার তদন্ত ওসি জানান, উক্ত বিষয়ে থানায় অভিযোগ হয়েছে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।