মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ফারিয়া।
- আপডেট সময় : ০৬:০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ ২২২ বার পড়া হয়েছে
বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি স্কুল এন্ড কলেজ থেকে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন A+ পেয়েছে ইউশা ফেরদৌস ফারিয়া। তার বাবা শেরপুর উপজেলা পৌর এলাকার টাউন কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। তার মা স্নাতক পাশ করে যোগ্যতার সহিত গৃহিণীর দায়িত্ব পালন করছেন। তাদের দুই বোনের মধ্যে ইউশা ফেরদৌস ফারিয়া সবার বড়। তিনি মানবিক বিভাগ নিয়ে পড়াশোনা করার সময়, অনেকেই বলেছিল মানবিক বিভাগ থেকে ভালো রেজাল্ট করা খুব কঠিন, কিন্তু ইউশা ফেরদৌস ফারিয়া বলেছিল, আমি প্রমাণ করে দিব, ইচ্ছা শক্তি থাকলে অবশ্যই মানবিক বিভাগ থেকেও সর্বোচ্চ নম্বর নিয়ে জিপিএ ৫ পাওয়া সম্ভব।
তিনি তার চ্যালেঞ্জ ছুড়িয়ে দিয়ে, মানবিক বিভাগ থেকে ২০২৩ এর এস সি পরীক্ষায় অংশগ্রহণ করে ৮০ থেকে ১০০ এর মধ্য নম্বর নিয়ে GPA 5 পেয়েছে।
ইউশা ফেরদৌস ফারিয়া তার এই ফলাফলের জন্য শিক্ষকমণ্ডলী ও বাবা-মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি যেন ভবিষ্যতে ভালো মানুষ হয়ে দেশ ও দেশের অসহায় মানুষের সেবক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারেন সে কামনা সবার কাছে করেছে ।
তার বাবা-মা আনন্দ অশ্রুসিক্তে আবেগতাড়িত হয়ে বলেন, আমাদের মেয়ের এই সফলতার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা সকল শিক্ষকদের। আমাদের পক্ষ থেকে ওইসব শিক্ষকদের প্রতি দোয়া ও শুভকামনা রইল। আমাদের মেয়ে যেন, সবার দোয়া ও ভালোবাসায় আদর্শ মানুষ হয়ে গড়ে ওঠে সে কামনাই সবার কাছে।