বগুড়ায় ছিনতাই আতঙ্কে চলন্ত বাস থেকে লাফিয়ে ভার্সিটি শিক্ষার্থীর মৃত্যুা
- আপডেট সময় : ১০:০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ২৬ বার পড়া হয়েছে
আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে এক বাস ছিনতাইয়ের চেষ্টার সময় আতঙ্কে চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে সানজিদা আক্তার স্বর্ণা (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর ১২টা উপজেলার ধনকুন্ডি এলাকায় এ ঘটনা ঘটে। বাস ছিনতাই চেষ্টার সাথে জড়িত রনি মোল্লা নামের যুবককে আটক করেছে পুলিশ।
নিহত সানজিদা আক্তার স্বর্ণা বগুড়ার উপশহরের আব্দুর রউফের মেয়ে ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী।
জানা গেছে, বগুড়া বাড়িতে আসার জন্য সকাল ৬টায় ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাসে উঠে। শেলপুর উপজেলার ধনকুন্ডি এলাকার ফুড ভিলেজ রেস্টুরেন্টে যাত্রা বিরতি দেয়। এ সময় অনেক যাত্রী বাস থেকে নেমে যায়। বাসের মধ্যে ওই শিক্ষার্থীসহ আরো তিন নারী যাত্রী ছিলেন। এর কিছুক্ষণ পর একজন যুবক গাড়ী ট্রায়াল দেয়ার কথা বলে গাড়ী নিয়ে সেখান থেকে বের হয়। এরপর মহাসড়কে ওঠার পর গাড়ীটি বেপরোয়া গতিতে চালাতে থাকে ওই যুবক। বাসের ভেতরের ৪ জন যাত্রী চিৎকার করতে থাকে। তাকে গাড়ীর গতি কমাতে বলে। কিন্তু সে যাত্রীদের কোন কথা কর্নপাত করে না। এ সময় গাড়ীটি মির্জাপুর এলাকায় পৌছালে বাস ছিনতাই আতঙ্কে ওই ছাত্রী বাস থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্মব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘটনার পর আমাদের শেরপুর থেকে জানিয়েছিলো। আটক রনি মোল্লা বাসটি শাজাহানপুর লিচুতলা বাইপাস এলাকায় রেখে পালিয়ে যায়। ওই এলাকাতেই তার বাসা। আমরা বাসটিতে গিয়ে তিনজন নারী যাত্রীকে পাই তারা আমাদের ঘটনার বিস্তারিত জানান। আমরা ওই গাড়ীর স্টেয়রিংয়ের নিচে একটা মানিব্যাগ পাই। মানিব্যাগে এনআইডি ছিল। সেখান থেকে তথ্য নিয়ে অভিযান চালিয়ে জড়িতকে আটক করা হয়। প্রাথমিকভাবে জানতে পেরেছি সে যাত্রীবেশে আব্দুল্লাহপুর থেকে বগুড়ায় আসছিলো। সে ট্রাক ড্রাইভার বলে জানতে পেরেছি। তাকে শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হন্তান্তর করা হয়েছে।