বগুড়ায় অনুষ্ঠিত হলো NBMAG’F এর নবীন বরন ও মাসিক মিট আপ
- আপডেট সময় : ১২:৪৩:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩ ২৪৭ বার পড়া হয়েছে
মোঃ শাহারুল ইসলাম, প্রতিনিধিঃ
“চাকরি করব না চাকুরী দিবো” স্লোগান নিয়ে কোটি উদ্যোক্তা তৈরীতে কাজ করছে বাংলাদেশের একমাত্র সেচ্ছাসেবী সংগঠন নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশন (এনবিএমএজি’এফ)।
উক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের নেতৃত্বে দৈনিক বিনামূল্যে উদ্যোক্তা উন্নয়নের মৌলিক প্রশিক্ষন দেওয়া হয়। এই পর্যন্ত প্রায় ৭০ হাজার (এর মধ্যে ৯ হাজার নারী) উদ্যোক্তা তৈরীতে অবদান রেখেছে ফাউন্ডেশন টি।
লক্ষ আছে, কোটি উদ্যোক্তা তৈরীর। তার মাঝে উন্যতম হচ্ছে নারী উদ্যোক্তা গন, যারা ঘরের কাজের পাশাপাশি তাদের উদ্যোক্তা জীবন শুরু করে আজ স্বাবলম্বী।
এরকম কিছু সফল নারী উদ্যোক্তার একজন উম্মে সালমা ইসলাম। তিনি বলেন, আমি এই ফাউন্ডেশনের সাথে যুক্ত আছি ৭ (সপ্তম) তম ব্যাচ থেকে, বর্তমানে ২১ (একুশ) তম ব্যাচে প্রশিক্ষণ চলছে। প্রতিটি প্রশিক্ষণ ৯০ দিন করে করানো হয়, এই প্রশিক্ষণে কি ভাবে উদ্যোক্তা হবেন শুধু তাই নয়, সবার আগে শেখানো হয় কি ভাবে একজন ভালো মানুষ হবো!
আমি অত্যন্ত কঠিন পরিস্থিতি থেকে উঠে এসেছি, আমার উদ্যোগের নাম “সুর্যকন্যা বুটিকস এন্ড লেডিস টেইলার্স ” আমি ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা মুলধন দিয়ে শুরু করেছিলাম, আজ আমার মুলধন প্রায় সারে ৩ লক্ষের ও বেশী আলহামদুলিল্লাহ। আমি শিখেছি কি ভাবে ছোট থেকে বড় হওয়া যায়, নিজেকে যোগ্য করে দেশ ও দশের সেবা করা যায়।
উক্ত ফাউন্ডেশনের বাংলাদেশের ৬৪ জেলা ও বিশ্বের প্রায় ৫০ টি দেশে এক যোগে কার্যক্রম পরিচালনা হয়, এরই ধারাবাহিকতায় বগুড়া জেলা টিম কর্তৃক আয়োজন করা হয় আজকের নবীন বরন ও উদ্যোক্তা মাসিক মিট আপ। এসময়ে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা এম্বাসাডর সামিউল সাদিক, জেলা এম্বাসাডর নাসরিন ইসলাম রিতা সহ নবীন/প্রবীন সদস্য গন ও প্রমুখ।
প্রতিবেদন: মোঃ শাহারুল ইসলাম