ফুলবাড়ীতে দুই শারীরিক প্রতিবন্ধী বিয়ে দিয়ে ভ্যানগাড়ী যোগে আনন্দ।
- আপডেট সময় : ১১:২১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ ১৯৯ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে শারীরিক প্রতিবন্ধী হিন্দু দুই ছেলে-মেয়ের ব্যতিক্রমী বিয়ের আনন্দে ভ্যানগাড়ী যোগে ঢাকঢোল পিটিয়ে আনন্দ করেছে আত্মীয়-স্বজন ও স্থানীয়রা।
মঙ্গলবার (১৪ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন সড়কে আনন্দ করেন তারা।
এর আগে গত সোমবার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। বর ওই এলাকার বিরেন রায়ের ছেলে মনেশ্বর রায় (২৫)। মেয়ে পাশ্ববর্তী জেলা লালমনিরহাট শিয়ালকান্দা গ্রামের উকিল চন্দ্র রায়ের মেয়ে সাবিত্রী রায় (১৯)
স্থানীয়রা জানান, পরিবারের আয়োজনে এ দুই প্রতিবন্ধী বিয়ের আয়োজন করা হয়। তাদের বিয়ের আনন্দে মঙ্গলবার সকাল থেকে ১০টি ভ্যানগাড়ী ও একটি অটোরিকশা যোগে ঢাকঢোল পিটিয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিন করা হচ্ছ। এ আনন্দ র্যালিতে অংশ নিয়েছে বরের আত্মীয় স্বজন ও কণের মা সহ প্রায় ১শত শতাধিক নারী পুরুষ। সব কিছুরেই ব্যয়বহন করছে এলাকাবাসী।
রনবীর নামের একজন বলেন, বিভিন্ন এলাকায় তো প্রতিবন্ধী ব্যক্তির বিয়ে হয়। কিন্তু আমাদের এলাকায় হবে না কেন বর প্রতিবন্ধী হওয়ায় তার বিয়ের কোন পাএী পাই না, অনেক খোজার পর এই শারীরিক প্রতিবন্ধী মেয়ের খবর পেয়ে বিয়ের আয়োজন করা হয়। আত্মীয়-স্বজন ও এলাকাবাসী তাদের বিয়ের আনন্দে পাত্র পাত্রীকে নিয়ে বিভিন্ন সড়কে ঢাকঢোল পিটিয়ে আনন্দ করছে। এই আনন্দ দেখতে শত শত মানুষ রাস্তায় দাড়িয়ে আনন্দ উপভোগ করে । এরকম প্রতিবন্ধী ব্যক্তির বিয়ে আমাদের এলাকায় আর দেখি নাই। এই নবদম্পতির জন্য শুভকামনা।
এবিষয়ে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ হাসেন আলী বলেন, দুই শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির বিয়ে আয়োজন করে স্থানীয় লোকজন শুনেছি। সেই বিয়ের আনন্দে আজ তারা ভ্যানগাড়ী যোগে আনন্দ র্যালি করেছে। তবে তারা কেউ আমাকে বিষয়টি জানায় নাই।