সংবাদ শিরোনাম :
ফতুল্লার মাসদাইরে এক কিশোরকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসী সাঈদ বাহিনী
সাইফুল সুমন
- আপডেট সময় : ০৮:৩২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ ২১১ বার পড়া হয়েছে
ফতুল্লার মাসদাইর এলাকায় শরিফ নামের এক কিশোরকে কুপিয়ে জখম করেছে চিহ্নিত সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার সাঈদ বাহিনীর সদস্যরা । আজ (১৮ এপ্রিল) রাতে সদর উপজেলার মাসদাইর বেকারির মোর এলাকয় এ ঘটনা ঘটেছে । এ বিষয়ে আহত শরিফ ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, হামলার শিকার কিশোরকে স্থানীয় সন্ত্রাসী বাহিনী সাঈদ, শাহিন, জয়, শাওন, সিজান নামের কয়েজন সন্ত্রাসী মাসদাইর বেকারির সামনে আলামিনের মেস বাড়ির সামনে একা পেয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে আহত গুরুত্বর আহত হয় শরিফ। পরে আশপশের মানুষ আহত কিশোরকে উদ্ধার করে প্রথমে ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে নিলে জখম বেশি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফাড করেন।