সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী’র এক কোটি টাকা পেলো ক্ষতিগ্রস্ত ২০৬ আহমদিয়া পরিবার
হীমেল কুমার মিত্র স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ১০:৫১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ ১৩৫ বার পড়া হয়েছে
পঞ্চগড় ও বোদা উপজেলায় সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত আহমদিয়া সম্প্রদায়ের ২০৬টি পরিবারকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে মানবিক সহায়তা দেয়া হয়েছে।
( ১৫ মার্চ) বুধবার প্রধানমন্ত্রীর তহবিল থেকে মানবিক সহায়তা হিসেবে এক কোটি টাকা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দেয়া হয়।
পঞ্চগড় পৌরসভার সালানা জলসা মাঠে পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। পরে রেলমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে অনুদানের চেক তুলে দেন।
ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে সর্বনিম্ন ৪ হাজার ৮০৩ টাকা থেকে সর্বোচ্চ ৫ লাখ ২৬ হাজার ৩৬৬ টাকা, মোট এক কোটি টাকার চেক প্রদান করা হয়।
আহমদিয়া সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ১০৮টি পরিবার পঞ্চগড় সদর উপজেলার এবং বাকিরা পঞ্চগড় জেলার বোদা উপজেলার বাসিন্দা।