প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রচারণামূলক লোকপালা ও ঐতিহ্যবাহী গম্ভীরা

- আপডেট সময় : ০৬:৪১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩ ২১৮ বার পড়া হয়েছে

হীমেল কুমার মিত্র:রাজশাহীতে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ও জনসভা সফল করার লক্ষ্যে নগরী ও জেলা জুড়ে অনুষ্ঠিত হচ্ছে প্রচারণামূলক লোকপালা ও ঐতিহ্যবাহী গম্ভীরা।
(২৮ জানুয়ারি) শনিবার রাতে নগরীর আলুপট্টি এবং দিনের অন্যান্য সময়ে আলাদা ৮টি স্থানে নানা-নাতির জনপ্রিয় এ গম্ভীরাপালা অনুষ্ঠিত হয়।
সূত্র মারফত জানা গেছে, ট্রাকের ওপর দাঁড়িয়ে ঘুরে ঘুরে ২জন শিল্পী একেকটি স্থানে ঘণ্টা খানেক ধরে তাদের গান পরিবেশন করছেন। এ সময় তাদের সঙ্গে ছিল বাদক দল। এই দুজন শিল্পীর একজন নানা ও অন্যজন নাতির চরিত্রে বেশ কৌতুকপূর্ণ সংলাপ, নাচ ও গানের মাধ্যমে গত ১৪ বছরের রাজশাহীর উন্নয়নের চিত্র, অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর গল্প, অবকাঠামো উন্নয়নের চিত্র তুলে ধরেন। তারা রাজশাহীতে ১১ হাজার কোটি টাকার উন্নয়নের পাশাপাশি সরকারের মেগা প্রকল্পের সুফল সাধারণ মানুষের সামনে এই লোকগানের মাধ্যমে বর্ণনা করেন।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক কামার উল্লাহ সরকার জানান, সাধারণ মানুষের মাঝে উন্নয়ন বার্তা ছড়িয়ে দিতে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের বিষয়টি জানান দিতে এ আয়োজন। গত ২১ জানুয়ারি থেকে গম্ভীরার এ আয়োজন শুরু হয়ে শনিবার রাত পর্যন্ত প্রচারণা চলে। প্রতিদিন ২টি দল ৮টি স্থানে এ লোকপালা পরিবেশন করেছে।
তিনি আরও বলেন, ‘এ ধরনের ব্যতিক্রমী প্রচারণায় সাধারণ মানুষের মাঝে বেশ আগ্রহের সৃষ্টি হয়েছে। হাজার হাজার মানুষ গম্ভীরা দেখেছেন।’
আজ (২৯ জানুয়ারি) রবিবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। আজ জনসভার পাশাপাশি ৩১টি উন্নয়ন কর্মকাণ্ডের ফলক উন্মোচন করবেন বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, এর আগে গত এক সপ্তাহ ধরে বিভিন্ন উপজেলায় অন্তত ৬০টি গুরুত্বপূর্ণ স্থানে গম্ভীরা গান পরিবেশিত হয়েছে।