পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ৫শ কম্বল বিতরন
- আপডেট সময় : ০৯:০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩ ১২০ বার পড়া হয়েছে
আকাশ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁয় জেলা পুলিশের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। “পাশে আছি সব সময়” শ্লোগানে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বুধবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ পুলিশ লাইন্স মাঠে প্রায় ৫ শীতার্ত পরিবারের মধ্যে এসব কম্বল বিতরন করা হয়।
মহা-পুলিশ পরিদর্শকের দিক নির্দেশনা মোতাবেক পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েনের সভাপতি মনিরুল ইসলামের পরিকল্পনা অনুযায়ী এসব কম্বল বিতরন করেন নওগাঁ’র পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মোঃ গাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো: রকিবুল হাসান ইবনে রহমান, ডিআইও ওয়ান মো: মোবারক হোসেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন, সাধারন সম্পাদক শফিক ছোটনসহ জেলা পুলিশ ও প্রেসক্লাবের বিভিন্ন পর্যয়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নওগাঁ জেলা সদর ও আশে পাশের বিভিন্ন গ্রাম থেকে আসা প্রায় ৫শ শীতার্ত পরিবারের মধ্যে এসব কম্বল বিতরন করা হয়।