পীরগঞ্জে এনা ট্রান্সপোর্ট লিঃ উদ্দ্যগে খাদ্য সমগ্রী বিতরন
- আপডেট সময় : ০৬:১৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩ ৪৩ বার পড়া হয়েছে
রংপুর পীরগঞ্জের মদনখালী ইউনিয়নে এনা ট্রান্স পোর্ট লিঃ এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে ৪৫০ জন দুস্হ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিগরন করা হয়েছে।
আজ (১৮ মার্চ) শনিবার খালাশপীর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সব খাদ্য সমগ্রী বিতরন করেন এনা পরিবহনের মালিক খন্দকার এনাতুল্যার পক্ষে মহাখালী শাখার ম্যানেজার পথিক, গাবতলী শাখার ম্যানেজার রেজয়ান আহম্মেদ,রংপুর শাখার ম্যানেজার গাজিউর রহমান গাজি,বগুড়া শাখার ম্যানেজার খোকন,৫ নং মদন খালী ইউনিয়নের চেয়ারম্যান নুর মোহাম্মদ মনজু,সহ ইউপি সদস্য গন এসময় উপস্হিত ছিলেন।
এনা পরিবহন গাবতলী শাখার ম্যানেজার রোয়ান আহম্মেদ জানান,এনা পরিবহনের পক্ষ থেকে প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন উপজেলায় মাহে রমজনে এনাতুল্যা সাহেবের পক্ষ থেকে গরিব দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়, তারই ধারাবাহিকতায় রংপুর পীরগঞ্জ উপজেলার মদন খালি ইউনিয়নের ৪৫০ জন দুস্হ অসহায় পরিবারের মাঝে ১০ কেজি চাউল,২ কেজি তেল ২ কেজি ডাল,২ কেজি সেমাই ১ কেজি খেজুর, দুধ ২ কৌটা, ছোলা বুট ২ কেজি,চিড়া ২ কেজি বিতরণ করা হয়।
মদনখালী ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহাম্মদ মঞ্জু জানান, এনা ট্রান্সপোর্ট লিমিটেডের পরিচালক এনায়েতুল্লাহর উদ্যোগ আমার নির্বাচনী এলাকায় রমজান উপলক্ষে গরিব দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করায় এনা পরিবহনের নিকট আমি চিরকৃতজ্ঞ।