পিরোজপুরে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী কৃষি মেলা
- আপডেট সময় : ১০:৪৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩ ৩১৪ বার পড়া হয়েছে
পিরোজপুরে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী কৃষি মেলা। মঙ্গলবার বেলা ১১ টায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় পিরোজপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্ত্বরে জেলা প্রশাসক ফিতা কেটে এ মেলার উদ্বোদন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাব্বির সাজ্জাদ এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিরোজপুর কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক নজরুল ইসলাম শিকদার, পিরোজপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মজিবুর রহমান।
মেলায় মোট ১৩ টি স্টল অংশ নেয়। মেলায় ১০৬ প্রকারের বিভিন্ন প্রজাতির ফল প্রদর্শন করা হয়। এ কৃষি মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে চলবে বিকেল ৫টা পর্যন্ত। পুরস্কার বিতরনের মধ্য দিয়ে মেলা শেষ হবে আগামী ৮ই জুন।