পিরোজপুরে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:২১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩ ৯৬ বার পড়া হয়েছে
পিরোজপুরে যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা উপেক্ষা করে অনুষ্ঠিত হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে গ্রেফতারে তীব্র নিন্দা ও সকল বন্ধুদের মুক্তির দাবির প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল করেছেন নেতা-কর্মীরা।
আজ বৃহস্পতিবার ৯ মার্চ ২০২৩
বেলা ৩ টায় পিরোজপুর শহরের সোনালী ব্যাংক রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ সমাবেশ ও মিছিল এর আয়োজন করে জেলা যুবদল।
পিরোজপুর জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান শাহিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহেদুজ্জামান লাভলু, উক্ত প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন শেখ যুগ্ম সাধারণ সম্পাদক রিপন খান প্রমুখ নেতাকর্মীরা।
পিরোজপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাঈদ এর সঞ্চলনায় এ সময় আরও উপস্থিত ছিলেন
সাবেক ছাত্রদল নেতা এমদাদুল হক (মাসুদ) , জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক বদিউজ্জামান শেখ (রুবেল),সহ-জেলা যুবদল সকল ইউনিটের অসংখ্য নেতাকর্মী।
এ সময় নেতা-কর্মীরা অবিলম্বে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার সহ সকল বন্দীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
আর তা না হলে আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়বে বলেও হুঁশিয়ারি দেন তারা।
সমাববেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল চাইলে পুলিশে বাধার মুখে পড়েই সোনালী ব্যাংকের সামনে প্রতিবাদ সমাবেশ সমাপ্তি করেন।