পিরোজপুরে জনপ্রিয় তরুণ নেতা ইলিয়াস হোসেন মাঝি
- আপডেট সময় : ০৯:০৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে
মোঃ নূরউদ্দিন শেখ বরিশাল ব্যুরো প্রধানঃ সমাজ বিনির্মাণের প্রত্যয়ে কিছু মানুষ আছেন যারা গড়ে ওঠেন সমাজের প্রয়োজনে তেমনি একজন মানুষ মোঃ ইলিয়াস হোসেন মাঝি।
মানবতার কল্যাণে নিজেকে বিলিয়ে দেয়া তেমনি একজন মানুষ পিরোজপুরের তরুণ সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ ইলিয়াস হোসেন মাঝি। সমাজসেবা মূলক কাজ চালিয়ে অল্প দিনের মধ্যেই সাধারণ মানুষের আস্থাভাজন হয়ে উঠেছেন তিনি।
সমাজ সেবামূলক কাজ করে সামাজিক দিক থেকেও সকলের প্রিয় মানুষ হয়ে উঠতে পেরেছেন মোঃ ইলিয়াস হোসেন মাঝি। নিপীড়িত, দরিদ্র, হতদরিদ্র অসহায় জনগোষ্ঠী মানুষের মাঝে অধিকার পৌঁছে দেওয়াই তার মূল লক্ষ্য।
ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত পরোপকারে নিজেকে নিয়োজিত রাখেন এই মানবিক মানুষটি।
নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, একটি সুন্দর কাজ সম্পাদন করতে দরকার ভালো মানসিকতার ।
মানুষের সেবা করেই আমি আত্মতৃপ্তি পাই, তাই নিজেকে মানবতার সেবায় নিয়োজিত রেখেছি,
এটাই আমার কর্মময় জীবন ।
এভাবেই সারা জীবন জনগণের সেবা করে পাশে থাকতে চাই ।
উত্তর চল পুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও তারুণ্যের অহংকার মোঃ ইলিয়াস হোসেন মাঝি আরো বলেন, প্রতিটি সামর্থ্যবান মানুষ যদি সুযোগ বঞ্চিত এ সব মানুষের পাশে দাঁড়ান তাহলে অবশ্যই একদিন সমাজ থেকে দরিদ্রতা অসহায় দূর হবে ইনশাআল্লাহ্।