সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে কৃষ্ণচূড়া ভাইজোরা গ্ৰামে ঘরে আগুন লেগে ঘুমন্ত ব্যবসায়ীর মৃত্যু
পিরোজপুর প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৩:৩৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩ ১৩৫ বার পড়া হয়েছে
পিরোজপুর সদর উপজেলার কৃষ্ণচূড়া ভাইজোড়া নামক স্থানে বসত ঘরে আগুন লেগে এক মাছ ব্যবসায়ীর নাম মোঃ সোহেল হাওলাদার (৩০ )মৃত্যু হয়েছে,
পিতা নজরুল হাওলাদার ।
তিনি ঘুমন্ত অবস্থায় সেখানে আটকা পড়েন বলে জানিয়েছেন তার ভাই ।
পিরোজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ারুল কবির , এই প্রতিবেদন কে বলেন তার ওয়ার্ডের ভাইজোড়া এলাকায় সোমবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের বড় ভাই নাসির উদ্দিন বলেন, “স্ত্রীর ডাকে তার ঘুম ভেঙে গেলে সোহেলের ঘরে আগুন জ্বলতে দেখেন। পরে বাড়ির লোকজন ও স্থানীয়রা মিলে আগুন নেভানোর চেষ্টা করি।
তবে ঘরের ভেতর ঘুমিয়ে থাকায় সোহেল আটকা পড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে আমার ভাই সোহেল পুড়ে মারা যান বলে জানান নাসির।