সংবাদ শিরোনাম ::
পিরোজপুরের ৭টি উপজেলায় সৌদি আরব থেকে আসা দুম্বার মাংস বিতরণ
পিরোজপুর প্রতিনিধি :
- আপডেট সময় : ১১:০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ ৭৭ বার পড়া হয়েছে
পিরোজপুর জেলার ৭টি উপজেলার বিভিন্ন এতিম খানায় ও অসহায় পরিবারের মাঝে সৌদি আরব থেকে আসা দুম্বার মাংস বিতরণ করা হয়েছে।
গত মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত কাউখালী, ইন্দুরকানী, মঠবাড়িয়া, ভান্ডারিয়া, নাজিরপুরে, নেছারাবাদ ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাদের সৌদি আরব থেকে আসা এসব মাংস বিতরণের জন্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ নিজ নিজ উপজেলায় অসহায় পরিবারের মধ্যে এসব মাংস বিতরণ করেন।
পিরোজপুরের ৭টি উপজেলায় সৌদি আরব থেকে আসা ১০৩ কার্টুন দুম্বার মাংস বিভিন্ন এতিম খানায় ও অসহায় পরিবারের মধ্যে বিতরণ করা হয় বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন।