পিরোজপুরের নেছারাবাদে একইসঙ্গে ৫ সন্তানের জন্ম
- আপডেট সময় : ০২:৫৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩ ১৫২ বার পড়া হয়েছে
পিরোজপুর নেছারাবাদের ৯ নং ওয়ার্ডের সোহাগদল গ্রামে একই সঙ্গে পাঁচটি সন্তানের জন্ম দিলেন মোঃ ফারুক হোসেনের মেয়ে ফারজানা আক্তার (২৮) নামের এক গৃহবধূ।
বাচ্চাগুলো জন্মের সময় ১ বাচ্চা মৃত হলেও ৪ টি বাচ্চা জীবিত ছিল, বাচ্চাগুলো অপরিপক্ক থাকায় জন্মের কিছু সময় পরে একে একে সবগুলো বাচ্চা মারা যায়। এদের মধ্যে চারটি পুত্র সন্তান ও একটি মেয়ে সন্তান ছিল। ঘটনাটি ঘটেছে আজ ১০ ফেব্রুয়ারি সকাল ৮ ঘটিকার সময় সোহাগদল মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র, আলকিরহাট কমিউনিটি সেন্টারে।
এই বিষয়ে সোহাগদল মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের এফ ডব্লিউ বি সাবরিনা আক্তার বলেন, ফারজানা আক্তারের গর্ভের বয়স মাত্র ৬ মাস বাচ্চাগুলো বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি। নরমাল ডেলিভারি হয়েছে, মা সম্পূর্ণ সুস্থ আছে।
এর আগে ফারজানা আক্তারের ঘরে জান্নাতুল (৭) নামের একটি কন্যা সন্তান আছে।