পিরোজপুরের নাজিরপুরে বিএনপির পদযাত্রা
- আপডেট সময় : ১০:০৯:২০ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩ ১৮২ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের নাজিরপুরে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ৯টি ইউনিয়নে পদযাত্রা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি সূত্রে জানা গেছে,দলীয় নেতাকর্মীদের মুক্তি, তেল-গ্যাস,বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের অস্বাভাবিক উর্ধগতির প্রতিবাদে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১১ ই ফেব্রুয়ারী) উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ দিনের আলাদা আলাদা সময়ে প্রতিটি ইউনিয়নে এ কর্মসূচি পালন করেন।
এসময় নেতৃবৃন্দ পুলিশ-প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করে জানান,বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল।এদেশের সাধারণ মানুষের জন্য আমরা কথাবলি।সকল ধরনের যোক্তিক আন্দোলন করা আমাদের গনতান্ত্রিক অধিকার কিন্তু প্রতিটি কর্মসূচির আগে পুলিশ আমাদের হয়রানি করে। গতরাতে তারা আমাদের নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালায় এবং এসময় উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হোমিওপ্যাথিক চিকিৎসক শংকরকে আটক করে।
এরপরেও সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা উপজেলার প্রতিটি ইউনিয়নে আজকের কর্মসূচি সফল করেছি।
এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর এর সাথে যোগাযোগ করলে তিনি ব্যস্ত আছেন পরে কথা বলবো বলে জানান।