পিকনিকের জন্য ছাগল চুরি করতে গিয়ে ৭ কিশোর আটক
- আপডেট সময় : ১০:৩৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩ ৭৪ বার পড়া হয়েছে
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পিকনিকের জন্য ছাগল চুরি করতে গিয়ে জনতার হাতে ৭ কিশোর আটক হয়েছে। পরে আটককৃতদের মাথা ন্যাড়া করে থানায় সোপর্দ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৯মার্চ) মাইক্রোবাসে ছাগল চুরি করে পালাচ্ছিলো তারা। পালানোর সময় বিকেল সাড়ে ৫টার উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী টেপুর মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে- আসিফ (১৪), রফিক (১৫), মোরসালিন (১৫), তানভীর (১৪), তাসিন (১৫), কাউসার (১৬) ও তাজেল (১৪)। তাদের সবার বাড়ি উপজেলার বালিজুড়ী ইউনিয়নে। আটককৃতরা জানায়, ছাগল নিয়ে পিকনিক করত তারা। তারা দুটি ছাগলের জন্য মাইক্রোবাসও ভাড়া করেছিল। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে উপজেলার সুখনগরী এলাকার হেনা বেগম নামে এক নারীর দুটি ছাগল নিয়ে মাইক্রোবাসে পালাচ্ছিল সাতজন। এ সময় স্থানীয়রা মাইক্রোবাসের দরজার সঙ্গে রশি ঝুলে থাকতে দেখেন। স্থানীয়দের সন্দেহ হলে মোটরসাইকেল নিয়ে কয়েকজন মাইক্রোবাসটি ধরার চেষ্টা করেন। টেপুর মোড় এলাকার লোকজনকে ফোন করে মাইক্রোবাসটি আটকাতে বলেন। পরে টেপুর মোড়ের লোকজন মাইক্রোবাসটি আটক করে ভেতরে দুটি ছাগল দেখতে পায়। বালিজুড়ী ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য লাজু মিয়া বলেন, ছাগল চুরি করে মাইক্রোবাসে পালানোর সময় ছাগলের গলায় যে দড়ি ছিল, তা সম্পূর্ণ মাইক্রোবাসের ভেতরে নিতে পারেনি তারা। দরজা দিয়ে বের হয়েছিল দড়ি। বিষয়টি দেখে স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক দেখেন গাড়িতে দুটি ছাগল। ছাগলের মালিক হেনা বেগম নামে এক নারী। বিষয়ে জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) স্বজল কুমার সরকার বলেন, আটককৃতরা থানায় রয়েছে। বাদী অভিযোগ করলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। আটককৃতদের সবার বয়স ১৬ বছরের কম। ছাগল নিয়ে তারা পিকনিক করতো।