পবিপ্রবি শিক্ষক সমিতির শপথ গ্রহন
- আপডেট সময় : ১০:০০:২৩ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩ ১৮৩ বার পড়া হয়েছে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
৪ জুন (রবিবার ) সকাল ১১টায় টিএসসি মিলনায়তনে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.স্বদেশ চন্দ্র সামন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী।শিক্ষক সমিতির সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক, নবনির্বাচিত কমিটির সভাপতি প্রফেসর জেহাদ পারভেজ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড.আসাদুজ্জামান মিয়া মুন্না সহ সকল সদস্যবৃন্দ।
প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মাসুদুর রহমান শিক্ষক সমিতির নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান । এর পরই দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। অভিষেক অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।