পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪ঠা এপ্রিল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বৃহত্তর চট্টগ্রাম বিভাগীয় ছাত্র ফোরামের আয়োজনে নবীন বরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বৃহত্তর চট্টগ্রাম বিভাগীয় ছাত্র ফোরামের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মোঃ আবুল বাশার খান,
কৃষি অনুষদের অধ্যাপক ড.মুহাম্মদ জুলফিকার আলী, মৎস্য বিজ্ঞান অনুষদের সহযোগী অধ্যাপক সুপ্রকাশ চাকমা, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যাবস্থা অনুষদের সহকারী অধ্যাপক মোহাম্মদ আরিফুর রহমান।
এ সময় তারা ছাত্রদের বিভিন্ন সমস্যা ও সুযোগ সুবিধা নিয়ে বক্তৃতা রাখেন । এছাড়াও আরো উপস্থিত ছিলো চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ।
চট্টগ্রাম বিভাগীয় ছাত্র ফোরামের সভাপতি আরিফ হাসান এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নিলয়কে সাথে নিয়ে উপস্থিত শিক্ষকেরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।
পরবর্তীতে সবার মাঝে ইফতার বিতরন ও বিশেষ দোয়ার মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক : মোঃ মোত্তালিব সরকার। যখন সময় লিমিটেডের পক্ষে প্রকাশক মাহের আহমেদ কর্তৃক টোলারগেট, শেরপুর, বগুড়া থেকে প্রকাশিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ: টোলারগেট, শেরপুর-৫৮৪০, শেরপুর, বগুড়া । বিজ্ঞাপন ফোন: ০৯৬৯৭-৫৪৪৮২৭, ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২