নাটোরের বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ সরকার ইন্তেকাল করেছেন
- আপডেট সময় : ০১:১৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩ ৭৯৪ বার পড়া হয়েছে
জাতির শ্রেষ্ঠ সন্তান নাটোর জেলার মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ সরকার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ( ৫ই মে) সকাল সাড়ে সাতটার সময় ইন্তেকাল করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ওয়ালিয়া হাকিমুন্নেছা মহিলা স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। মরহুম বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ সরকার দীর্ঘদিন কর্মজীবনে বিভিন্ন সুগার মিলে কেমিষ্ট হিসেবে সুনামের সহিত কাজ করেছেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
মরহুম বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ সরকার নাটোর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ সরকার নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে ১৯৪৮ সালের ১০ মার্চ জন্মগ্রহণ করেন । পিতা মরহুম রুস্তম আলী সরকার, সাবেক চেয়ারম্যান ও মাতা মরহুম মেহেরুন নেছা বেগম। স্ত্রী আমিনা আক্তার। মরহুম বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ সরকারের মেয়ে নুরজাহান কানিজ ও ছেলে অধ্যাপক ড. মঞ্জুরে মওলা, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় রাজশাহী। বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ সরকারের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে।