নাটোরের আজিমনগর রেলস্টেশনে ঢাকাগামী নতুন ট্রেন নীলফামারি এক্সপ্রেস ষ্টপেজের দাবিতে ফুঁসে উঠছে
- আপডেট সময় : ০৫:০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ ৯৯ বার পড়া হয়েছে
নাটোরের লালপুর উপজেলার অন্তর্গত আজিমনগর রেলস্টেশনে প্রস্তাবিত ঢাকাগামী নতুন ট্রেন নীলফামারী এক্সপ্রেসের স্টপেজের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম হয়েছে। অনেকে ফেসবুক আইডিতে ঢাকাগামী নীলফামারী এক্সপ্রেস ট্রেনের আজিমনগর ষ্টেশনে স্টপেজের দাবি নিয়ে সরকারের কাছে অনুরোধ করেছে। মুস্তাক আহমেদ নামে একজন লেখেছে লালপুরের গোপালপুর পৌরসভার আজিমনগর ষ্টেশনে ঢাকাগামী নীলফামারি এক্সপ্রেস ট্রেন যদি ষ্টপেজ দেয় তাহলে এলাকার জনগণের খুব উপকার হতো। কারণ লালপুর উপজেলায় নর্থ বেঙ্গল সুগার মিলস,যুবউন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, উত্তরবঙ্গের ভিতর সবচেয়ে আকর্ষণীয় গ্রীনভ্যালী পার্ক অবস্হিত। তাই ঢাকাগামী নীলফামারি এক্সপ্রেস ট্রেন যদি আজিমনগর রেলস্টেশনে ষ্টপেজ দেয়, তাহলে জনগণের সুবিধা হবে।
আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান লাভলু বলেন, আজিমনগরে নীলফামারী এক্সপ্রেস ট্রেন ষ্টপেজের জোর দাবী জানাচ্ছি, কারন সারাদেশের প্রায় অর্ধশত ট্রেন এই ষ্টেশন দিয়ে যাতায়াত করেন কিন্তু ঢাকাগামী ট্রেন গুলো ষ্টপেজ দেয় না। গোপালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ বাবুল আকতার বলেন, ঢাকাগামী নীলফামারী এক্সপ্রেস ট্টেন যদি আজিমনগর ষ্টেশনে যাত্রা বিরতি দেয় তাহলে অত্র এলাকার মানুষের ঢাকা যাতায়াত সহজ হতো। আওয়ামী লীগ নেতা মোঃ সাইফুল ইসলাম বলেন রেলমন্রী নরুল ইসলাম সুজনের কাছে ঢাকাগামী নীলফামারী এক্সপ্রেস ট্রেন যেন আজিমনগরে স্টপেজ দেয় সেই ব্যাপারে দাবি জানাবো।
স্হানীয় কালুপাড়ার বাসিন্দার রমজান আলী নীলফামারী এক্সপ্রেস ট্রেন আজিমনগর ষ্টেশনে ষ্টপেজের জন্য রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। আজিমনগর থেকে ঢাকাগামী কোন বাস না থাকায় ঢাকাগামী যাত্রীদের পার্শ্ববর্তী ঈশ্বরদী অথবা আব্দুল পুরে গিয়ে ট্রেনে যেতে হয়।লালপুরের গোপালপুর বাসী আজিমনগরে ঢাকাগামী নীলফামারী এক্সপ্রেস ট্রেন ষ্টপেজের দাবী যেন পূরণ হয় সেই দাবি করছে।