নবীনগরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত-
- আপডেট সময় : ০৮:৫৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩ ১৬৫ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেরকুটা প্রিমিয়ারলীগ টিভিকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে সোমবার বিকেলে উপজেলার মেরকুটা দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ্ববর্তী মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন ফারহান রাইডার্স একাদশ বনাম সোহাগ রিফাত ক্রিকেট একাদশ। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আব্দুল খালেকের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার মোশারফ হোসেন। ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল বাতেন, মহিলা ইউপি সদস্য রিনা আক্তার, সমাজ সেবক শাহেজুল ইসলাম জজ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সেলিম মিয়া, কাতার প্রবাসী মোঃ দেলোয়ার হোসেন, সমাজ সেবক নূরে আলম খন্দকার। মেরকুটা গ্রামের কৃতি সন্তান মোঃ মহসিন ইমন, ডাক বিভাগের কর্মকর্তা মোঃ রিপন, ফারহান রাইডারস এর টীম ম্যানেজার, মালয়েশিয়া প্রবাসী ফরহাদুল ইসলামের সার্বিক সহযোগীতায় ফাইনাল খেলা পরিচালনা করেন মোঃ সুহেল তানভীর ও সোহাগ রানা। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় ফারহান রাইডার্স একাদশ কে হারিয়ে সোহাগ রিফাত ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ২৪ ইঞ্চি এলইডি টিভি ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে রানার্সআপ ট্রফি পুরষ্কার হিসেবে তুলে দেন।