সংবাদ শিরোনাম ::
নবাবগঞ্জে মোটরসাইকেল থেকে পড়ে শিশু নিহত
হীমেল কুমার মিত্র রংপুর জেলা প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৯:৪৩:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩ ২০৯ বার পড়া হয়েছে
দিনাজপুরের নবাবগঞ্জে ঘুরতে গিয়ে বাবার মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে পিকনিক বাসের চাপায় তাহমিদ রহমান (৪) নামে ১ শিশু নিহত হয়েছে।
আজ (৪ ফেব্রুয়ারি) শনিবার দুপুরের দিকে
দিনাজপুরের আফতাবগঞ্জ-স্বপ্নপূরী সড়কের ইসলাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু তাহমিদ খানসামা উপজেলার তহিদুল ইসলামের ছেলে।
আফতাবগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মশিউর রহমান জানান, শনিবার সকালে বাবা-মার সঙ্গে মোটরসাইকেলে করে স্বপ্নপূরীতে ঘুরতে যাচ্ছিল তাহমিদ। মোটরসাইকেলটি ইসলামপুর এলাকায় পৌঁছালে রাস্তার বালুতে পাশকেটে পড়ে যায়। এ সময় বীরগঞ্জ পৌর উচ্চ বিদ্যালয়ের ১টি পিকনিক বাস শিশু তাহমিদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাহমিদ রহমান (৪) নামের শিশু মারা যায়।
উক্ত এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।