নবনির্মিত আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক
- আপডেট সময় : ০৬:৫২:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩ ৭২৬ বার পড়া হয়েছে
মোঃ এ কে নোমান, বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার নব নির্মিত বেশ কিছু আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক।
রবিবার (১২ মার্চ) বেলা এগারোটায় ধামইরহাট উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুল ইসলামের নেতৃত্বে উপজেলার আলামপুর ইউনিয়নের বড় মোল্লা পাড়া এবং খেলানা ইউনিয়নের রসপুর গ্রামের নবনির্মিত বেশ কিছু আশ্রয়ণ প্রকল্প ঘুরে ঘুরে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক জনাব, এ কে এম ফজলুর রহমান। এছাড়াও আলতাদিঘি জাতীয় উদ্যান, আলতাদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মইশড় কমিউনিটি ক্লিনিক ও রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন চন্দ্র রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ স্বপন কুমার, নবাগত উপজেলা প্রকৌশলী মোঃ সুমন মাহমুদ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আজমল হোসেন, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন অফিসার আবু শোয়েব খান, যুব উন্নয়ন অফিসার মোঃ কামরুজ্জামান সরদার, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, আলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান গণি মন্ডলসহ স্থানীয় জনপ্রতিনিধি গণ ।