সংবাদ শিরোনাম :
নবনিযুক্ত রেজিস্ট্রার’র সাথে পবিপ্রবিসাস’র সৌজন্য সাক্ষাৎ

পবিপ্রবি প্রতিনিধি:
- আপডেট সময় : ০৬:২৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩ ২৪০ বার পড়া হয়েছে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’র(পবিপ্রবি) নবনিযুক্ত রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (পবিপ্রবিসাস)।
রবিবার(১২ই ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬ ঘটিকায় পবিপ্রবির প্রশাসনিক ভবনে রেজিস্ট্রার কার্যালয়ে নবনিযুক্ত রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু কে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি(পবিপ্রবিসাস)।
এসময় উপস্থিত ছিলেন পবিপ্রবি সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক মারসিফুল আলম রিমন,দপ্তর ও প্রচার সম্পাদক মো: জান্নাতীন নাঈম জীবন এবং সহযোগী সদস্য আশিকুর রহমান। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক বিভিন্ন ইস্যু এবং নবাগত শিক্ষার্থীদের আগমন নিয়ে আলোচনা করা হয়।