ধামইরহাট সরকারি এম.এম কলেজ ছাত্রলীগের পক্ষথেকে নবীনবরণ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৩৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩ ৮২১ বার পড়া হয়েছে
মোঃ এ কে নোমান, বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তিকৃত উচ্চমাধ্যমিক ও স্নাতক প্রথম বর্ষের সর্বমোট ৩৫০ জন নবীন শিক্ষার্থীদের বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বেলা সারে এগারোটায় ধামইরহাট সরকারি এম.এম কলেজ হলরুমে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সৌরভ বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুমন বাবুর সঞ্চালনায় আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শাখা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, ধামইরহাট সরকারি এম.এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম আব্দুর রউফ, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোসা. মুসফিকা খানম, মনোবিজ্ঞান বিভাগের প্রদর্শক মো. আবু সাঈদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহাজাহান আলী, উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, ধামইরহাট সরকারি এম.এম কলেজ শাখা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ আবু যায়েদ রাসেদ, মোঃ রাজু ইসলাম, মোঃ জাকিরুল ইসলাম জাকির, মোঃ রিভার হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মুরাদুজ্জামান মুরাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ এ কে নোমান, রাজিব হোসেন রাজ, ছাত্রলীগ কর্মী মোঃ আসাদুজ্জান আসাদ, মোঃ সায়েম, হাবিবুর রহমান সবুজ, ধামইরহাট মডেল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।