ধামইরহাটে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা
- আপডেট সময় : ০৫:৫৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ ১৫৬ বার পড়া হয়েছে
মোঃ এ কে নোমান বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্টিত হয়েছে ।
বৃহস্পতিবার (১৫ জুন) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বপন কুমারের সভাপতিত্বে ও স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় পরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল।
ভিটামিন “এ” প্লাস ক্যাপসুলের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন, মেডিকেল অফিসার (রোগ প্রতিরোধ) বিভাগের ডা. নিয়াজ মোস্তাক চৌধুরী। অন্যদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম.টি( ইপিআই) কর্মকর্তা মো. সারোয়ার হোসেন জানান, আগামী রবিবার (১৮ জুন)- ২০২৩ সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ধামইরহাট উপজেলার সকল প্রান্তের ৬-১২ ও ১২-৫৯ মাসের শিশুদেরকে ১৯৩টি কেন্দ্রের আওতায় এনে এই (ভিটামিন “এ” প্লাস) ক্যাপসুল খাওয়ানো হবে।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজী, নবাগত প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. জহুরুল ইসলাম, ধামইরহাট উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মো. নুরুল ইসলাম, সাংবাদিক মো. আমজাদ হোসেন ও এ কে নোমান প্রমুখ ।
সর্বশেষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩ উপলক্ষে সমাপনী দিনে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।