ধামইরহাটে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা
- আপডেট সময় : ০৭:৫৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ ১৪৭ বার পড়া হয়েছে
মোঃ এ কে নোমান, বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) সকাল দশটায় উপজেলার ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নজিপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. আলমগীর কবির (বাংলাদেশ স্টাডিজ্), প্রভাষক মো. ইব্রাহিম (ভাষা ও সাহিত্য), মো. সবুর হোসেন (দৈনিক বিজ্ঞান) এবং মো. মেহেদী হাসান (গণিত ও কম্পিউটার) বিষয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগীদের লিখিত, মৌখিক ও ব্যাবহারিক পরীক্ষা নিয়েছেন।
এরপর দুপুর দুইটায় উপজেলা পর্যায়ে (ক, খ এবং গ) গ্রুপ ভিত্তিক ৪৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ৮ম, ৯ম থেকে ১০ম, একাদ্বশ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত ভাষা ও সাহিত্য, দৈনিক বিজ্ঞান, গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ স্টাডিজ্ এ সর্বমোট ১৬২ জন অংশগ্রহণকারীদের মধ্যে ১২ জনকে (১ম, ২য় ও ৩য়) চূড়ান্ত ভাবে উপজেলা পর্যায়ে বিজয়ী হিসাবে ঘোষণা দেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহা. জুলফিকার আলী শাহ, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খেলাল-ই-রাব্বানী, ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাবিহা ইয়াসমিনসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকবৃন্দ।