ধামইরহাটে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ (বালক) ফুটবল টূর্নামেন্ট ২০২৩ উদ্বোধন
- আপডেট সময় : ১১:৪৩:০০ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩ ৪৯৪ বার পড়া হয়েছে
মোঃ এ কে নোমান, বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রাণালয়ে সার্বিক পৃষ্ঠপোষকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান “জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, (অনুর্ধ্ব-১৭) ২০২৩ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৭ জুন) বিকেল ৫টায় ধামইরহাট শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে ও স্পোর্টস একাডেমির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান খান বাবুর সঞ্চালনায় উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা চেয়ারম্যান জনাব, মো. আজাহার আলী মন্ডল।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহাজান আলী, ধামইরহাট ইউপি চেয়ারম্যান এ.টি .এম বদিউল আলম, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, পল্লী উন্নয়ন অফিসার রামানন্দ সরকার, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান, ধামইরহাট সরকারি এম এম ডিগ্রী কলেজের প্রভাষক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাঃ সম্পাদক মিনহাজুল হক শিবলী। এছাড়াও অন্যান্যদের মধ্যে পত্নীতলা উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা ফুটবল ফেডারেশনের সভাপতি আওলাদ হোসেন, সম্পাদক ধামইরহাট সরকারি এমএম ডিগ্রী কলেজের প্রভাষক আবু হানিফ, যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সম্পাদক রাকিব হাসান প্লাবন প্রমুখ উপস্থিত ছিলেন।