ধামইরহাটে প্রায় ৩৬ কোটি টাকার মূর্তি উদ্ধার
- আপডেট সময় : ০৩:০০:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩ ৯৯০ বার পড়া হয়েছে
মোঃ এ কে নোমান বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে পুকুর খননের সময় প্রায় ৩৬ কোটি টাকা মূল্যের একটি কষ্টিপাথরের রাধাকৃষ্ণ মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় সাড়ে ১১ টায় উপজেলার কুলফৎপুর (কৈগ্রাম) নামক এলাকা থেকে ৪৯ কেজির এই মূর্তিটি উদ্ধার করা হয়।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজী জানান, উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত কুলফৎপুর (কৈগ্রাম) এলাকার মৃত রহিম মন্ডলের ছেলে মো. জাহেদুল ইসলাম হেলাল একটি পুকুর খনেনর কাজ করছিল। খননের একপর্যায়ে ওই পুকুরে মধ্যে মূর্তিটি দেখা গেলে তাৎক্ষনিক থানা পুলিশে অবগত করা হয়। পরে খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী, সাব ইন্সপেক্টর মোঃ মোকারম হোসেন ও মো. মাসুদ রানাসহ সঙ্গীয় ফোর্স পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে নেন। তিনি আরও জানান, মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় সাড়ে ১২টায় এর আগেও প্রায় ৩৫ কোটি টাকা মূল্যের একটি কষ্টিপাথরের নারায়ণ মূর্তি উদ্ধার হয় একই জায়গা থেকে।
উদ্ধারকৃত এই কষ্টিপাথরের রাধাকৃষ্ণ মূর্তিটি আনুমানিক মূল্য প্রায় ৩৬ কোটি টাকা। প্রাচীণ এই মূর্তিটি আদালতের মাধ্যমে প্রত্নতান্ত্রিক বিভাগের নিকট হস্তান্তর করা হবে।