ধামইরহাটে পালিত হলো দেশব্যাপী বিএনপি জামাতের নৈরাজ্য তান্ডবের প্রতিবাদে শান্তি সমাবেশ
- আপডেট সময় : ০৪:২৮:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩ ৪৭০ বার পড়া হয়েছে
মো: এ কে নোমান, বিশেষ প্রতিনিধি: দেশব্যাপী বিএনপি জামাতের নৈরাজ্য তান্ডবের প্রতিবাদে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় র্যালী ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সম্মুখে এই শান্তি সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশের শুরুতে উপজেলা ও ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, সেচ্চাসেবকলীক, ছাত্রলীগ সহ সকল স্তরের নেতা-কর্মিদের অংশগ্রহণে একটি মিছিল উপজেলা চত্ত্বর থেকে নিমতলী বাজার ও টি এন টি মোড় প্রদক্ষিণ করে উপজেলা পার্টি অফিসের সামনে এসে শেষ হয়।
এরপরে শান্তির সমাবেশ উদ্দেশ্য বক্তব্য রাখেন, সমাবেশের প্রধান অতিথি জনাব, আলহাজ্ব মোঃ শহীদুজ্জামান সরকার (এম.পি), দেশব্যাপী বিএনপি জামাতের নৈরাজ্য তান্ডবের প্রতিবাদে ধামইরহাট উপজেলার র্যালী ও শান্তি সমাবেশে তিনি বিএনপি-জামাতের নৈরাজ্য বন্ধ করতে কঠিন হুশিয়ারি দেন। একই সাথে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সকল স্তরের নেতা-কর্মিদের সর্বদা প্রস্তুত থাকার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: দেলদার হোসেন, সহ-সভাপতি মো: আজাহার আলী, মো: আবু হানিফ, মো: খাজা মইনুদ্দিন, রইচ উদ্দিন, সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক মো: ওবায়দুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক, সোহেল রানা, শাহাজান আলী, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তমা আকতার, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক মোসাঃ আঞ্জুয়ারা, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো: জাবিদ হোসেন মৃদু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মশিউর রহমান, উপজেলা আওয়ামী কৃষকলীগের সভাপতি মো: জাহিদ হাসান, সাধারণ সম্পাদক মো: জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামী শ্রমিক লীগের সভাপতি মো: শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক, মো: আনোয়ার হোসেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবুবুর রহমান সাবু, সাধারণ সম্পাদক জাবেদ নওয়াজ আলমগীর, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আহসান হাবীব (পান্নু), সরকারি এম.এম ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো: সৌরভ, সাধারণ সম্পাদক মো: সুমন, যুগ্মসাধারণ সম্পাদক মোন মুরাদুজ্জামান ইমন, সাংগঠনিক সম্পাদক এ কে নোমানপ্রমুখ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।