ধামইরহাটে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে ১,২১০ টি কম্বল বিতরণ
- আপডেট সময় : ০৭:১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩ ১৬৩ বার পড়া হয়েছে
মোঃ এ কে নোমানঃ নওগাঁর ধামইরহাটে (DASCOH) ডাসকো ফাউন্ডেশন এর উদ্যোগে শীতার্ত দরিদ্র নারী-পুরুষের মাঝে এক হাজার দুইশত দশটি কম্বল বিতরণ কর্মসূচী পালিত হয়।
বুধবার (০১ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় ধামইরহাট পৌরসভা প্রাঙ্গণে ডাসকোর উপজেলা প্রতিনিধি রওনক লায়লার সভাপতিত্ত্বে ও ইক্স/ইপার এর সহযোগিতায় কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় ধামইরহাট উপজেলার উমার, আড়ানগড়, ধামইরহাট ইউনিয়ন ও ধামইরহাট পৌর এলাকার দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম ও উপজেলা চেয়ারম্যান মোঃ আজাহার আলী।
এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মোঃ নুরুজ্জামান হোসেন, উমার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ওবায়দুল হক সরকার, পৌরসভার মেয়র মোঃ আমিনুর রহমান ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, পৌর কমিশনার মুক্তাদিরুল হক মুক্তা, আমজাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তমা আকতার। এছাড়াও উপস্থিত ছিলেন ডাসকো ফাউন্ডেশনের ফোকাল অফিসার এসএম ফকরুল বাসার, প্রজেক্ট অফিসার মোঃ আনোয়ার হোসেন, কমিনিটি ডেভেলপমেন্ট অফিসার পিংকী প্রামাণিক, নির্মলা রাণী, রাসেল হোসেনসহ কর্মীবৃন্দ।