ধামইরহাটে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
![](https://www.dailyjokhonsomoy.com/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় : ০৯:০২:৪৪ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩ ৩২০ বার পড়া হয়েছে
![](https://www.dailyjokhonsomoy.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মোঃ এ কে নোমান, বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
৭ জুন বেলা ১১টায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় জাতীয় পুষ্টি সপ্তাহের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, ভারপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, স্যানিটারী ইন্সপেক্টর আনিসুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রাজ্জাক, যক্ষা ও কুষ্ট সহকারী আবুল হোসেন, ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার রবিউল ইসলাম।
সূচনা দিনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস পুষ্টি সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন।