ধামইরহাটে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
- আপডেট সময় : ০১:০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩ ৭৯৯ বার পড়া হয়েছে
মোঃ এ কে নোমান, বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে ক্ষুদ্র ও প্রান্তিক পরিবারের কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ মার্চ) বেলা দশটায় ধামইরহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্তৃক উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক পরিবারের ২২৮০ জনকে ধান বীজ, ৩১০ জনকে তোষা পাট বীজ ও সর্বমোট ২৫৯০ জনের মাঝে রাসায়নিক (ডিএপি ও এমওপি) সার বিতরণ কার্যক্রম শুরু করেন ধামইরহাট উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) জনাব, মোঃ আরিফুল ইসলাম ।
জানা যায়, অত্র উপজেলার ২০২২-২৩ অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ ধান বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ২৫৯০ জন জন ক্ষুদ্র ও প্রান্তিক পরিবারের কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয় । এতে একজন ক্ষুদ্র ও প্রান্তিক পরিবারের কৃষক ০৫ কেজি (ব্রি- ৮২, ৮৫ ও ৪৮ এবং বিনা- ১৯) ধান বীজ, ০১ কেজি (বিজেআরআই) তোষা পাট বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পেয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, ধামইরহাট উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন, পল্লী উন্নয়ন অফিসার রামানন্দ সরকার, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ রেজাউল করিম, উপ- সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আলেফ উদ্দীনপ্রমুখ ।
মো; এ কে নোমান,
বিশেষ প্রতিনিধি,
ধামইরহাট, নওগাঁ থেকে,
১৫-০৩-২০২৩
০১৭৪৭-৪১১২৭৩