ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ার খোকসায় এজাহার থেকে নাম বাদ দেওয়ার নামে চাঁদাবাজি ভোজ্যতেলের রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে নিহত ৪ শিবগঞ্জে অনলাইন প্রেসক্লাবের কমিটি ঘোষণা ও অভিষেক নড়াইলে সাবেক এমপি মাশরাফী ও বাবা গোলাম মোর্ত্তজা স্বপনসহ ৯০ জনকে আসামী করে মামলা শহীদ তিতুমীরের বাঁশের কেল্লার যোগ্য উত্তরসূরী আমাদের ছাত্রসমাজঃ নুরুল ইসলাম আনছার প্রাঃ নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু ধনতলা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত নড়াইলে বর্ষাকালীন হাইব্রিড তরমুজ চাষে বাম্পার ফলন ঢাকার অনুরোধে ইউনূস–মোদি বৈঠক বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি নয়াদিল্লি দেশি-বিদেশি সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের মাধ্যমে অবৈধ পন্থায় শেখ হাসিনা সরকারকে হটিয়েছে : নানক

ধামইরহাটে ঈদের দিন থেকে চালু হচ্ছে প্রায় ১৪ বছর ধরে বন্ধ থাকা “মল্লিকা” সিনেমা হল

মোঃ এ কে নোমান, বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:১১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩ ১২৯ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ এ কে নোমান বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে প্রায় ১৪ বছর থেকে বন্ধ প্রেক্ষাগৃহ মল্লিকা সিনেমা হল আবারও চালু হতে যাচ্ছে।

পবিত্র ঈদুল আযহার দিন থেকে চলচিত্রের সুপারস্টার শাকিব খানের রোমান্টিক ছবি “প্রিয় তমা’র” দর্শক হিসেবে আগমন ঘটবে ধামইরহাটের বিনোদন ও সিনেমা প্রেমিদের। দীর্ঘ সময় পর এই সিনেমা হলটি চালুর উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।

অপেক্ষা করছেন ঈদের দিনে সিনেমা দেখার। বিশেষ করে সিনেমাপ্রেমী ও বিনোদন পিয়াসীগণ তাদের কর্ম সময়ের মাঝে ক্লান্তি দুর করতে স্বল্প সময়ে প্রেক্ষাগৃহে গিয়ে নিজের মনের আনন্দ উপভোগ করতে পারবেন। এদিকে সিনেমা হল চালুর খবর পেয়ে অনেক ক্ষুদে শিশুরা ছুটে আসছে সিনেমা হল দেখতে কেমন তা একনজর দেখার জন্য।

মল্লিকা সিনেমা হলের ব্যাবস্থাপনা পরিচালক (এম.ডি) দেওয়ান এমদাদুল হক সায়েম জানান, ২০০৯-১০ দিকে ব্যবসা অসফলতায় আমাদের ধামইরহাটের ঐতিহ্যের অংশ মল্লিকা সিনেমা হলটি বন্ধ হয়ে যায়, এলাকাবাসী ও দর্শকদের অনুরোধে এই সিনেমা হলটি আবারু চালু করছি, আমার প্রিয় ধামইরহাট বাসীকে অনুরোধ করছি, আপনারা সিনেমা হলে এসে একটি করে টিকেট কেটে সিনেমা উপভোগ করবেন, তাহলে আমরাও এটি পরিচালনায় উৎসাহ পাব, কারণ দর্শকই আমাদের সব।’

ধামইরহাট পৌরসভার প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা জানান, যুব সমাজ এখন মাদকের করাল গ্রাসে নিমজ্জিত, এই সময়ে ধামইরহাটের ঐতিহ্যবাহী মল্লিকা সিনেমা হলটি চালু করায় আমি কর্র্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, এতে করে অনেকের কর্মসংস্থান হবে, চলচিত্র জগত সুস্থ্যধারার সিনেমা তৈরীতে আগ্রহ প্রকাশ করবে, মানুষ বিনোদনের একটু সুযোগ পাবে, তরুন যুবকরা মাদক থেকে ফিরে আসবে বলে প্রত্যাশা করছি।

মল্লিকা সিনেমা হলের প্রবীণ দর্শক ও সংগীত গুরু লুৎফর রহমান জানান, খাবার খেয়ে পেট ভরে, আর বিনোদনে মন ভরে, বিনোদন ছাড়া মানুষের বাঁচা কঠিন, তাই মানসিক সুস্থ্যতায় বিনোদনের বিকল্প নেই। তবে শিশুদের বিনোদনের জন্য শিশু বান্ধব সিনেমাও পরিবেশনের অুনরোধ করছি।

এ সময় আত্নীয় বাড়ী, বিয়ে বাড়ী ও বিশেষ কোন কাজে ধামইরহাট যে কেউ আসলে চলে আসতেন সিনেমা হলে, আনন্দ-উপভোগ করতেন পরিবারের সকলকে নিয়ে। তবে বর্তমানে পারভীন সিনেমা হলটি চালু করার পরিবেশ না থাকায় সেটি বন্ধই থেকে যাচ্ছে এবং একমাত্র সিনেমা হল হিসেবে মল্লিকা সিনেমা হলটি দর্শকের মনের খোরাক জোগাবে, দর্শকদের ফিরিয়ে আনসে সিনেমা হলে, এমনটাই প্রত্যাশা সুধীজনদের।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ধামইরহাটে ঈদের দিন থেকে চালু হচ্ছে প্রায় ১৪ বছর ধরে বন্ধ থাকা “মল্লিকা” সিনেমা হল

আপডেট সময় : ০৬:১১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩

মোঃ এ কে নোমান বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে প্রায় ১৪ বছর থেকে বন্ধ প্রেক্ষাগৃহ মল্লিকা সিনেমা হল আবারও চালু হতে যাচ্ছে।

পবিত্র ঈদুল আযহার দিন থেকে চলচিত্রের সুপারস্টার শাকিব খানের রোমান্টিক ছবি “প্রিয় তমা’র” দর্শক হিসেবে আগমন ঘটবে ধামইরহাটের বিনোদন ও সিনেমা প্রেমিদের। দীর্ঘ সময় পর এই সিনেমা হলটি চালুর উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।

অপেক্ষা করছেন ঈদের দিনে সিনেমা দেখার। বিশেষ করে সিনেমাপ্রেমী ও বিনোদন পিয়াসীগণ তাদের কর্ম সময়ের মাঝে ক্লান্তি দুর করতে স্বল্প সময়ে প্রেক্ষাগৃহে গিয়ে নিজের মনের আনন্দ উপভোগ করতে পারবেন। এদিকে সিনেমা হল চালুর খবর পেয়ে অনেক ক্ষুদে শিশুরা ছুটে আসছে সিনেমা হল দেখতে কেমন তা একনজর দেখার জন্য।

মল্লিকা সিনেমা হলের ব্যাবস্থাপনা পরিচালক (এম.ডি) দেওয়ান এমদাদুল হক সায়েম জানান, ২০০৯-১০ দিকে ব্যবসা অসফলতায় আমাদের ধামইরহাটের ঐতিহ্যের অংশ মল্লিকা সিনেমা হলটি বন্ধ হয়ে যায়, এলাকাবাসী ও দর্শকদের অনুরোধে এই সিনেমা হলটি আবারু চালু করছি, আমার প্রিয় ধামইরহাট বাসীকে অনুরোধ করছি, আপনারা সিনেমা হলে এসে একটি করে টিকেট কেটে সিনেমা উপভোগ করবেন, তাহলে আমরাও এটি পরিচালনায় উৎসাহ পাব, কারণ দর্শকই আমাদের সব।’

ধামইরহাট পৌরসভার প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা জানান, যুব সমাজ এখন মাদকের করাল গ্রাসে নিমজ্জিত, এই সময়ে ধামইরহাটের ঐতিহ্যবাহী মল্লিকা সিনেমা হলটি চালু করায় আমি কর্র্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, এতে করে অনেকের কর্মসংস্থান হবে, চলচিত্র জগত সুস্থ্যধারার সিনেমা তৈরীতে আগ্রহ প্রকাশ করবে, মানুষ বিনোদনের একটু সুযোগ পাবে, তরুন যুবকরা মাদক থেকে ফিরে আসবে বলে প্রত্যাশা করছি।

মল্লিকা সিনেমা হলের প্রবীণ দর্শক ও সংগীত গুরু লুৎফর রহমান জানান, খাবার খেয়ে পেট ভরে, আর বিনোদনে মন ভরে, বিনোদন ছাড়া মানুষের বাঁচা কঠিন, তাই মানসিক সুস্থ্যতায় বিনোদনের বিকল্প নেই। তবে শিশুদের বিনোদনের জন্য শিশু বান্ধব সিনেমাও পরিবেশনের অুনরোধ করছি।

এ সময় আত্নীয় বাড়ী, বিয়ে বাড়ী ও বিশেষ কোন কাজে ধামইরহাট যে কেউ আসলে চলে আসতেন সিনেমা হলে, আনন্দ-উপভোগ করতেন পরিবারের সকলকে নিয়ে। তবে বর্তমানে পারভীন সিনেমা হলটি চালু করার পরিবেশ না থাকায় সেটি বন্ধই থেকে যাচ্ছে এবং একমাত্র সিনেমা হল হিসেবে মল্লিকা সিনেমা হলটি দর্শকের মনের খোরাক জোগাবে, দর্শকদের ফিরিয়ে আনসে সিনেমা হলে, এমনটাই প্রত্যাশা সুধীজনদের।