ধামইরহাটে অসুস্থ্যদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ করলেন এম.পি শহীদুজ্জামান সরকার
- আপডেট সময় : ০৮:০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ ৫৯ বার পড়া হয়েছে
নওগাঁর ধামইরহাটে অসুস্থ্যদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলা চেয়ারম্যানের খাস কামরায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জটিল রোগে আক্রান্ত ৩২ জনের মাঝে প্রধানমন্ত্রীর তহবিল হতে ১৫ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।
ঈদের আগে এই আর্থিক অনুদান ভুক্তভোগী রোগীদের চিকিৎসা গ্রহণ ও ঈদ আনন্দকে আরও বাড়িয়ে তুলবে বলে চেক প্রাপ্তরা অভিমত প্রকাশ করেন এবং দুই হাত তুলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী, উপজেলা প্রকৌশলী মো. সুমন মাহমুদ, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মাহফুজুল আলম লাকি, কাউন্সিলর আমজাদ হোসেন, মাহবুব আলম বাপ্পী, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, আগ্রাদ্বিগুন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সেকেন্দার আলী প্রমুখ।